অগ্নিকান্ডে পুড়ে কোটি টাকার ক্ষতি


রবিউল হাসান রাজিব, ফরিদপুর।। ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের মঙ্গলকোট বাজারে মরহুম হাজী আনোয়ার উদ্দিন প্রামানিকের পুত্র শাহ্ মো: আক্কাস প্রামানিকের ফার্ণিচার মিলঘড় আল্ আমীন টিম্বার হাউজ আগ্নিকান্ডে পুড়ে গেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক প্রায় কোটি টাকার ক্ষতি হয়ে গেছে।
এ অগ্নিকান্ডের সময় পাশে থাকা তাহার বোনের ব্যবসায়ী প্রতিষ্ঠান লাকি ফার্ণিচারের অফিসরুমে আগুন ছড়িয়ে পড়ে সেখানে সেমিপাকা ঘড়সহ আসবাবপত্র পুড়ে দুই লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে।
১০ জুন সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার সময়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে রাত ২ টা ১৫ তে ফরিদপুর ফায়ার সার্ভিস অফিসে ফোন করে জানানোর পরে ফায়ার সার্ভিসের একটি টিম পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।
ঘটনাস্থলে পরিদর্শনে গেলে স্থানীয়রা জানান, রাতে আগুনের শিখা দাও দাও করে বেশি উপরে উঠে গেলে আত্বচিৎকারে স্থানীয় লোকজন জসা হয়ে যায়। তারপর ঘড় মালিককে জানানো হলে তিনি ফায়ার সার্ভিসকে জানান।
আগুনে ক্ষতিগ্রস্থ শাহ্ মো: আক্কাছ প্রামানিক জানান, আমি শহরের বাসায় ছিলাম। রাতে ফোনে জানতে পেয়ে ছুটে আসি এবং ফায়ার সার্ভিসে ফোন করি। ফায়ার সার্ভিসের টিম আসার আগেই ফ্যাক্টরির ২৭টি বড় ও ৮টি ছোট মেশিন সহ নকশা তৈরিকৃত খাট, কেবিনেট, ড্রেসিং টেবিল, দরজার পাল্লা, ওয়ার্ড ড্রোব, কম্পিউটার, আসবাবপত্র সব পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নেভাতে সক্ষম হয়েছে না হলে এ বাজারের প্রায় বেশিরভাগ দোকান ঘড় পুড়ে যেত।
এ প্রতিষ্ঠানে ১১জন কর্মচারী এখানে বিভিন্ন ডিজাইনসহ তৈরি করার কাজে নিযুক্ত রয়েছে। তারা দিনে কাজ শেষ করে রাতে বাসায় চলে যায়। কোথা থেকে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা বুঝতে পারি নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *