সুলতানের দাম চাচ্ছে ১৫ লাখ টাকা 


সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী, শেরপুর।। গায়ের রং কুচকুচে কালো। স্বাস্থ্যেও যেমন, দেখতেও তেমন। চালচলনে ভাব তার সুলতানি। তাই আদর করে কৃষক আকবর আলি নাম রেখেছেন ‘সুলতান’।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা গ্রামের আকবর আলি তিন বছর ধরে গরুটি লালনপালন করেছেন এবং ভালোবাসে নাম রেখেছে ‘সুলতান’। এবারের কোরবানির ঈদে ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টির দাম হাঁকিয়েছেন ১৫ লাখ এর ওজন ৩৩ মণ।
গরুটির মালিক আকবর আলি জানান, সুলতানকে প্রতিদিন খড়, ঘাস বাদে অন্তত ১০ কেজি করে খৈল, ভুসি, গরুর ফিড, ভাতের মাড়, খাওয়াতে হয় কলা আপেল সহ বিভিন্ন ফল। বর্তমানে এর বয়স তিন বছর। এবার কোরবানির ঈদে ৩৩ মণ ওজনের সুলতানকে ১২ থেকে ১৫ লাখ টাকায় বিক্রি করার আশা তার।
তিনি বলেন, ‘বাড়ির সকলে মিলে অনেক আদর করে ছেলের মতন সুলতানকে লালনপালন করেছি। আমি একে মোটাতাজাকরণের জন্য কোনো প্রকাশ ওষুধ দেইনি। ডিজিটাল স্কেলের মাধ্যমে গরুটির ওজন মাপছি। গরুটার ওজন ৩৩ মণ হইছে। আমি ১৫ লাখ টাকা চাইতাছিলাম। এহন ১২ লাখ টাকা হইলে বিক্রি কইরা দিমু।’
গরুর মালিক আকবর আলির ছেলে তামজিদ বলেন, ‘আমার আব্বা ছোট থেকে অনেক যত্ন করে লালনপালন করতাছে। আমরাও সহযোগিতা করি। গরুটা সবার পছন্দের গরু। গরুটা জন্মের সময়ই আকারে অনেক বড় হইছে।’
ওই এলাকার শাহিন মিয়া বলেন, ‘এত বিশাল আকৃতির গরু সচরাচর চোখে পড়ে না। এত বড় গরু আমাদের এলাকায় প্রথম। আমরা যতবার এদিক দিয়ে আসা যাওয়া করি ততবার গরুটাকে দেখি। শাহিন মিয়া আরো বলেন তবে গরু টার নাম রাখা হয়েছে  ‘সুলতান’ তবে গরুটার শরীরের গঠন খাওয়া-দাওয়া সব মিলিয়ে যেন বাস্তবে এক ‘সুলতান’ ।  তাই ‘সুলতান’ কে দেখতে প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে মানুষ আসেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুল হক ভুঁইয়া বলেন, ‘কুরবানিকে কেন্দ্র করে আমাদের খামারিরা বিভিন্ন জাতের ষাঁড় পালন করে আসছে। এর মধ্যে হলেস্টেন ফ্রিজিয়ান জাতের বড় বড় ষাঁড় তৈরি হয়েছে। এ ষাঁড় গরুগুলোর বাজার মূল্য ১০ থেকে ১২ লাখ টাকার মতো। শখের বসে খামারিরা এমন ষাঁড় পালন করেন।
বিশাল আকৃতির গরুগুলোকে বিক্রি করা পর্যন্ত সব ধরনের সহায়তা করা হচ্ছে। আর বড় গরুর মালিকদের গরুগুলো যেন দ্রুত বিক্রি করা হয় এমন পরামর্শ দেয়া হচ্ছে। কারণ শেষের দিকে এ গরুগুলোর চাহিদা কম থাকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *